Indus Valley Civilization Multiple Choice Question (MCQs)

Multiple Choice Quiz Questions and Answers (MCQs) on Indus Valley Civilization History for General Studies and GK preparation of SSC, MSC, Group – D, Tet, Net, NDA, Central Board, CDS, UPSC, UPPSC and State PSC Examinations. সিন্ধু সভ্যতার Mcq, Quiz and Gk প্রশ্ন।

Indus Valley Civilization Multiple Choice Question

1. মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত?
(ক) রাভী (খ) বিতস্তা (গ) সিন্ধু (ঘ) শতদ্রু নদীর তীরে।

2. রোপার কোন নদীর তীরে অবস্থিত?
(ক) রাভী (খ) বিতস্তা (গ) সিন্ধু (ঘ) শতদ্রু নদীর তীরে।

3. সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
(ক) 1921-1922 (খ) 1922-1923 (গ) 1923-1924 (ঘ) 1924-1925 খ্রিস্টাব্দ।

4. হরপ্পা সভ্যতার সিন্ধু সভ্যতা নামকরণ করেন কে?
(ক) মার্টিমার হুইলার (খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায় (গ) দয়ারাম সাহানী (ঘ) পি. জে. মার্শাল।

5. হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?
(ক) দয়ারাম সাহানী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় (খ) হুইলার (গ) ম্যাকে (ঘ) আলেকজান্ডার ক্যানিংহাম।

6. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
(ক) প্রাগৈতিহাসিক যুগের (খ) প্রায় ঐতিহাসিক যুগের (গ) ঐতিহাসিক যুগের (ঘ) লৌহ যুগের।

7. হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা?
(ক) পুরা প্রস্তর যুগ (খ) মধ্য প্রস্তর যুগ (গ) নব্য প্রস্তর যুগ (ঘ) তাম্রপ্রস্তর যুগ।

8. বর্তমানে লোথাল ভারতের কোন রাজ্য অবস্থিত?
(ক) বিহার (খ) রাজস্থান (গ) আমেদাবাদ (ঘ) মহারাষ্ট্র।

9. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
(ক) সিন্ধু নদী (খ) ভাদর নদী (গ) রাভী নদী (ঘ) ঘর্ঘরা নদী।

10. হরপ্পা শব্দের অর্থ কী?
(ক) সমৃদ্ধ দেশ (খ) নদীকেন্দ্রিক সভ্যতা (গ) পশুপাখির খাদ্য (ঘ) উর্বর দেশ।

11. সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের প্রমাণ পাওয়া গেছে?
(ক) হরপ্পা (খ) রোপার (গ) আলমগীরপুর (ঘ) লোথাল।

12. সিন্ধু সভ্যতার সমাজ ছিল—
(ক) মাতৃতান্ত্রিক (খ) পিতৃতান্ত্রিক (গ) রাজতান্ত্রিক (ঘ) প্রজাতান্ত্রিক।

13. আর্যদের আক্রমণে সিন্ধু সভ্যতার পতন হয়েছিল একথা মনে করেন—
(ক) জর্জ (খ) কাল্লা (গ) ড: ত্রিবেদী (ঘ) হুইলার।

14. মহেঞ্জোদারো কথার অর্থ কি?
(ক) শান্তির দেশ (খ) পবিত্র দেশ (গ) মৃতের স্তূপ (ঘ) কোনােটিই নয়।

15. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
(ক) লাহোর (খ) পাঞ্জাব (গ) গুজরাট (ঘ) মাকরান উপকূলে।

16. দেশালপুর কে আবিষ্কার করেন?
(ক) পি. পি. পাণ্ডে (খ) এম. কে. ধাকি (গ) দুটিই সঠিক (ঘ) কোনোটিই নয়।

17. মহেঞ্জোদারো কবে আবিষ্কৃত হয়?
(ক) 1921 (খ) 1922 (গ) 1925 (ঘ) 1932 খ্রিস্টাব্দ।

18. মহেঞ্জোদারোর দুর্গটি ছিল শহরের কোন দিকে?
(ক) পূর্ব (খ) পশ্চিম (গ) উত্তর (ঘ) দক্ষিণ দিকে।

19. মহেঞ্জোদারোর স্নানাগারের জলাশয়ের গভীরতা কত ছিল?
(ক) 39 ফুট (খ) 23 ফুট (গ) 8 ফুট (ঘ) 180 ফুট।

20. হরপ্পা সভ্যতার আয়তন কত ছিল?
(ক) 200×150 লক্ষ বর্গকিমি (খ) 180×108 লক্ষ বর্গকিমি (গ) 2000 লক্ষ বর্গকিমি (ঘ) 13 লক্ষ বর্গকিমি।

21. খননকার্যের ফলে মহেঞ্জোদারােতে কতগুলি স্তর পাওয়া গেছে?
(ক) 9 টি (খ) 6 টি (গ) 7 টি (ঘ) 3 টি।

22. ভারতবর্ষে প্রথম নগরায়ণ কোথায় হয়েছিল?
(ক) মগধ (খ) আর্য সভ্যতা (গ) হরপ্পা সভ্যতা (ঘ) এর কোনোটিই নয়।

23. তুলোর চাষ প্রথম শুরু হয়েছিল কোথায়?
(ক) মেসোপটেমিয় (খ) রোম (গ) চীন (ঘ) সিন্ধু উপত্যকায়।

24. বিশ্বের প্রাচীনতম বন্দর ও পোতাশ্রয় কোনটি?
(ক) তাম্রলিপ্ত (খ) সেনন্টু (গ) লোথাল (ঘ) সিন্ধু।

25. আদি শিবের মূর্তিতে আদি শিবের আসনের নীচে কোন প্রাণী অবস্থান করছে?
(ক) বাঘ (খ) হাতি (গ) গন্ডার (ঘ) হরিণ।

26. পশুপতি শিবকে আদি শিব বলেছেন—
(ক) হুইলার (খ) ব্যাসাম (গ) কোশাম্বী (ঘ) জন মার্শাল।

27. বৈদিক যুগের পুরন্দর নামক বীর হরপ্পা সভ্যতা ধ্বংস করেছিল। এই পুরন্দর হলেন—
(ক) বরুণ (খ) অগ্নি (গ) ইন্দ্র (ঘ) বায়ু।

28. হরপ্পার সীলে প্রাপ্ত স্বস্তিকা ছিল—
(ক) শিব (খ) শক্তি (গ) সূর্য (ঘ) মৃত্যুর প্রতীক।

29. সিন্ধু সভ্যতার প্রধান রপ্তানিকারক বাণিজ্যিক উপকরণ হল—
(ক) চাল (খ) লৌহা (গ) মখমল (ঘ) তুলো ও সুতিবস্ত্র।

30. পশুপতি শিব পাঁচটি পশু পরিবৃত হয়ে আছে, পশু পাঁচটি হল—
(ক) বাঘ, হাতি, গন্ডার, মােষ, ষাঁড় (খ) বাঘ, হাতি, গন্ডার, মােষ, হরিণ (গ) বাঘ, হাতি, গন্ডার, হরিণ, ষাঁড় (ঘ) বাঘ, হাতি, ঘোড়া, হরিণ, ষাঁড়।

31. সিন্ধু সভ্যতায় শঙ্খ আমদানি করা হত—
(ক) পারস্য (খ) চীন (গ) কাথিয়াবাড় (ঘ) নিম্ন সিন্ধু অঞ্চল থেকে।

32. সিন্ধু সভ্যতার শস্যগারটিকে রাষ্ট্রিয় ব্যাংকের সাথে তুলনা করেছেন—
(ক) ম্যাকে (খ) জন মার্শাল (গ) হুইলার (ঘ) ব্যাসাম।

33. সমগ্র সিন্ধু সভ্যতাটি ছিল— মোটামুটিভাবে—
(ক) ত্রিভুজ (খ) বর্গাকার (গ) আয়তকার (ঘ) গোলাকার।

34. হরপ্পা সভ্যতার উন্মেষ ঘটেছিল—
(ক) খ্রিঃ পূঃ 5000 (খ) খ্রিঃ পূঃ 4000 (গ) খ্রিঃ পূঃ 2300 (ঘ) খ্রিঃ পূঃ 1500 অব্দে।

35. মহেঞ্জোদারো একটি—
(ক) পাঞ্জাবি (খ) দ্রাবিড় (গ) সিন্ধি (ঘ) পারসিক শব্দ।

36. স্নানের পর ঘরগুলি পোশাক পরিবর্তনের জন্য ব্যবহৃত হত। মহেঞ্জোদারাের স্নানাগারের পার্শ্বস্থ ঘরগুলি সম্পর্কে একথা বলেছেন—
(ক) ডি . ডি . কোশাম্বী (খ) ব্যাসাম (গ) হুইলার (ঘ) ডঃ রামশরণ শর্মা।

37. হরপ্পা শহরটির আয়তন ছিল প্রায়—
(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার বর্গমাইল।

38. হরপ্পা সভ্যতার স্নানাগারটি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হত। একথা বলেছেন—
(ক) কোশাম্বী (খ) ব্যাসাম (গ) হুইলার (ঘ) ডঃ রামশরণ শর্মা।

39. হরপ্পা সভ্যতার বাড়িগুলি ছিল—
(ক) পাথর (খ) কাঠ (গ) কাঁচা ইট (ঘ) পােড়া ইট দিয়ে তৈরি।

40. এদের মধ্যে কোন্ শহরে ঝুপড়ি (খুপরি জাতীয় ঘর) ছিল না—
(ক) মহেঞ্জোদারাে (খ) হরপ্পা (গ) কালিবঙ্গান (ঘ) এর কোনােটি নয়।

41. সিন্ধু লিপি ছিল—
(ক) চিত্রলিপি (খ) বর্ণলিপি (গ) ডিমােটিক লিপি (ঘ) হায়রেটিক লিপি।

42. সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সাথে সম্পর্কিত করেছেন?
(ক) Neotithic (খ) Mesolithic (গ) Poleolithic (ঘ) Chaleolithic.

43. সিন্ধুবাসীরা কি কি রং ব্যবহার করত?
(ক) ধূসর (খ) লাল-কালো (গ) কালো-সাদা (ঘ) নীল-সাদা।

44. সিন্ধু সভ্যতার লােথাল ছাড়া অন্য একটি স্থানে ধানের চিহ্ন পাওয়া গেছে, সেটি হল—
(ক) আলমগীরপুর (খ) হরপ্পা (গ) বনওয়ালী (ঘ) রংপুর।

45. প্রাক হরপ্পা যুগের লাঙলের সন্ধান পাওয়া গেছে—
(ক) লােথাল (খ) রােজদি (গ) হিসার (ঘ) কালিবঙ্গান।

46. হরপ্পা সভ্যতায় প্রাপ্ত লাঙলটি ছিল—
(ক) লোহা (খ) পাথর (গ) তামা (ঘ) কাঠ দিয়ে তৈরি।

47. ওজনের ক্ষেত্রে সিন্ধু সভ্যতায় সর্বাধিক ব্যবহৃত সংখ্যা হল—
(ক) 16 (খ) 14 (গ) 20 (ঘ) 10 ।

48. সিন্ধু সভ্যতায় খননকার্যের ফলে কতগুলি কবর আবিষ্কৃত হয়েছে?
(ক) 62 টি (খ) 97 টি (গ) 57 টি (ঘ) 52 টি।

49. সিন্ধু সভ্যতায় কবরে মৃতদেহ শায়িত হত সাধারণত—
(ক) উত্তর – দক্ষিণভাবে (খ) পূর্ব – পশ্চিমভাবে (গ) উত্তর – পশ্চিমভাবে (ঘ) এর কোনােটি নয়।

50. সিন্ধু সভ্যতায় যুগ্ম কবর আবিষ্কৃত হয়েছিল কোথায়?
(ক) হরপ্পা (খ) কোটদিজি (গ) লােথাল (ঘ) রংপুরে।

51. সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রতে মেয়েদের প্রসাধন সামগ্রী পাওয়া গেছে?
(ক) হরপ্পা (খ) লােথাল (গ) মহেঞ্জোদারাে (ঘ) চানহুদাড়াে।

52. হরপ্পার রাস্তাগুলি কত ফুট চওড়া ছিল?
(ক) 9 থেকে 26 (খ) 15 থেকে 25 (গ) 9 থেকে 34 (ঘ) 19 থেকে 36 ফুট চওড়া।

53. সিন্ধু সভ্যতা ধ্বংসের জন্য কোন কারণটি সবচেয়ে দায়ী?
(ক) ভূমিকম্প (খ) বন্যা (গ) সিন্ধুনদের গতিপথ পরিবর্তন (ঘ) বিদেশী আক্রমণ।

54. আদি শিবের মূর্তিতে কোন প্রাণীটির অস্তিত্ব নেই?
(ক) বাঘ (খ) হরিণ (খ) হাতি (ঘ) ষাঁড়।

55. হরপ্পার জনপ্রিয় খেলা কি ছিল?
(ক) কুস্তি (খ) পাশাখেলা (গ) বর্শাছোড়া (ঘ) রথদৌড়।

56. হরপ্পার লিপির আংশিক পাঠোদ্ধার কে করেছিলেন?
(ক) কানিংহাম (খ) স্যার জন মার্শাল (গ) জেমস প্রিন্সেপ (ঘ) ফাদার হেরাস।

57. 1922 খ্রিঃ ভারতের প্রত্নতত্ত্ববিভাগের প্রধান কে ছিলেন?
(ক) কানিংহাম (খ) জন মার্শাল (গ) এম. হুইলার (ঘ) দয়ারাম সাহানী।

58. পনি নামে কারা পরিচিত?
(ক) রাজকর্মচারী (খ) রাজস্ব আদায়কারী (গ) বণিক (ঘ) গুপ্তচর।

59. সিন্ধু সভ্যতার অস্ত্র ও যন্ত্রপাতির কি দিয়ে তৈরি হয়েছিল?
(ক) তামা (খ) প্রস্তর (গ) প্রস্তর ও কাঠ (ঘ) তামা ও ব্রোঞ্জ দিয়ে।

60. সিন্ধু সভ্যতায় পাওয়া যায় নি—
(ক) কুঠার (খ) বর্শা (গ) গুলতি (ঘ) বর্ম।

61. সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করেন?
(ক) জন মার্শাল (খ) কানিংহাম (গ) হুইলার (ঘ) এদের কেউ নয়।

62. মহেঞ্জোদারো বৃহত্তম বাড়িটি হল—
(ক) স্নানাগার (খ) শস্যগার (গ) দেবমন্দির (ঘ) কোনােটিই নয়।

63. নিম্নলিখিত কোন স্থানে কোন দুর্গ পাওয়া যায় নি?
(ক) হরপ্পা (খ) লােথাল (গ) চানহুদাড়ো (ঘ) কোনটিই নয়।

64. সিন্ধু সভ্যতার কোথায় প্রথম সাইন বাের্ড পাওয়া গেছে?
(ক) হরপ্পা (খ) ধােলাভিরা (গ) চানহুদাড়ো (ঘ) বনওয়ালী।

65. নিম্ন সিন্ধু অঞ্চলকে সুমেরের মানুষরা কি বলত?
(ক) সেনটু (খ) নিম্ন হিন্দু (গ) মেলুহা (ঘ) অর্ণব।

66. সিন্ধু সভ্যতার প্রধান শিল্প কি ছিল?
(ক) ব্রোঞ্জ শিল্প (খ) মৃৎশিল্প (গ) বস্ত্র শিল্প (ঘ) অস্ত্র নির্মাণ শিল্প।

67. মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
(ক) 1972 (খ) 1973 (গ) 1974 (ঘ) 1975 খ্রিষ্টাব্দে।

68. মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত?
(ক) ত্রিপুরা সমভূমি (খ) কাচ্চি সমভূমি (গ) তুরাণের নিম্ন সমভূমি (ঘ) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি।

69. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন?
(ক) জাঁ ফ্রাঁসোয়া জারিজ (খ) জন মার্শাল (গ) আলেকজান্ডার লুইস (ঘ) রিচার্ড নিক্সন।

70. মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা?
(ক) প্রাচীন প্রস্তর যুগ (খ) মধ্য প্রস্তর যুগ (গ) নব্য প্রস্তর যুগ (ঘ) তাম্রপ্রস্তর যুগ।

71. সিন্ধু বা হরপ্পা সংস্কৃতির উদ্ধব কোথায় ঘটেছিল?
(ক) ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অংশে (খ) ভারতীয় উপমহাদেশের দক্ষিণ অংশে (গ) ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে (ঘ) ভারতীয় উপমহাদেশের মধ্য ভাগে।

72. হরপ্পা ও মহেঞ্জোদারো দুটি নগরেরই কোন অংশে সুরক্ষিত নগর দুর্গ ছিল?
(ক) পশ্চিম অংশে (খ) উত্তর অংশে (গ) দক্ষিণ অংশে (ঘ) পূর্ব অংশে।

73. হরপ্পা দুর্গটির আকৃতি কেমন ছিল?
(ক) গোলাকার (খ) বর্গাকার (গ) সামন্তরিক-ক্ষেত্রাকার (ঘ) ত্রিভুজাকার।

74. হরপ্পা লিপির প্রথম সন্ধান কবে পাওয়া যায়?
(ক) 1853 (খ) 1955 (গ) 1823 (ঘ) 1775 খ্রিষ্টাব্দে।

75. হরপ্পা লিপি সম্পূর্ণ উদ্ধার করা হয় কবে?
(ক) ১৮৯৩ (খ) ১৯০২ (গ) ১৯২৩ (ঘ) ১৯৪০ খ্রিষ্টাব্দে।

76. হরপ্পা সভ্যতার বেশির ভাগ সিল কি দিয়ে তৈরি?
(ক) স্টিয়াটাইট পাথরে তৈরি (খ) চুনাপাথরে তৈরি (গ) তামার তৈরি (ঘ) বেলেপাথরে তৈরি।

77. হরপ্পা লিপি কোন দিক থেকে লেখা হত?
(ক) ডানদিক থেকে বামদিকে (খ) নিম্ন প্রান্ত থেকে ঊর্ধ্ব প্রান্তে (গ) বামদিক থেকে ডানদিকে (ঘ) উক্ত কোনোটিই নয়।

78. হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না?
(ক) সোনা (খ) তামা (গ) রূপো (ঘ) লোহা।

79. হরপ্পা সভ্যতায় কোথা থেকে সোনা আমদানি করা হত?
(ক) মহীশূর (খ) আফগানিস্থান (গ) বেলুচিস্তান (ঘ) ইরান।

80. সিন্ধু সভ্যতায় কোথা থেকে রূপো আমদানি করা হত?
(ক) কর্ণাটক (খ) রাজস্থান (গ) আফগানিস্থান ও ইরান (ঘ) বেলুচিস্তান।

81. হরপ্পা বাসীরা কোন বৃক্ষকে পবিত্র মনে করত?
(ক) বট (খ) অশ্বত্থ (গ) আম (গ) বেল।

82. ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি?
(ক) মেহেরগড় সভ্যতা (খ) সিন্ধু সভ্যতা (গ) আর্য সভ্যতা (ঘ) মেসোপটেমীয় সভ্যতা।

83. হরপ্পা সভ্যতা হল সুমেরিয়দের দান — উক্তিটি কার?
(ক) ডি. ডি. কোশাম্বি (খ) গর্ডন চাইল্ড (গ) এইচ. আর. হল (ঘ) মার্টিমার হুইলার।

84. হরপ্পা বাসীরা কোন প্রাণীর পুজো করত?
(ক) মহিষ (খ) গন্ডার (গ) গরু (ঘ) ঘোড়া।

85. নিম্নের কোন সভ্যতা হরপ্পা সভ্যতার সমকালীন নয়?
(ক) মিশরীয় (খ) সুমেরীয় (গ) মেসোপটেমিয় (ঘ) গ্রীক।

86. হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হওয়ার সময় ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কে ছিলেন?
(ক) ক্যানিংহাম (খ) দয়ারাম সাহানী (গ) রাখালদাস বন্দোপাধ্যায় (ঘ) জন মার্শাল।

87. সিন্ধু উপত্যকা ছাড়াও দক্ষিণে কোন নদীর মোহনায় হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে?
(ক) গোদাবরী (খ) কৃষ্ণা (গ) নর্মদা (ঘ) কাবেরী।

88. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য কি ছিল?
(ক) গম (খ) ধান (গ) বাজরা (ঘ) কলা।

89. সিন্ধু সভ্যতায় অলংকার শিল্পের কারখানা কোথায় পাওয়া গেছে?
(ক) লোথাল (খ) কালিবঙ্গান (গ) বানাওয়ালি (ঘ) ধোলাভিরা।

90. সিন্ধু সভ্যতার কোথায় ব্রোঞ্জ নির্মিত বৃষ, গন্ডার, মহিষ, হাতি — এই চারটি পশুর মূর্তি পাওয়া গেছে?
(ক) লোথাল (খ) দাইমারবাদ (গ) কালিবঙ্গান (ঘ) আলমগীরপুর।

91. হরপ্পার সীলমোহরে সবথেকে বেশি খোদাই হয়েছে কোন প্রাণীর চিত্র?
(ক) বৃষ (খ) মহিষ (গ) ঘোড়া (ঘ) গরু।

92. হরপ্পায় কোন পশুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি?
(ক) অশ্ব (খ) গর্ধভ (গ) গরু (ঘ) ষাঁড়।

93. সিন্ধু সভ্যতায় পোতাশ্রয়ের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গিয়েছে?
(ক) হরপ্পা (খ) মহেঞ্জোদারো (গ) লোথাল (ঘ) কালিবঙ্গান।

94. সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে?
(ক) মহেঞ্জোদারো (খ) হরপ্পা (গ) লোথাল (ঘ) চানহুদারো।

95. হরপ্পা সভ্যতার সিলমোহর পাওয়া গেছে ইরানের কোন অঞ্চলে?
(ক) সুসায় (খ) মাকরানে (গ) মেলুহায় (ঘ) কোনোটি নয়।

96. হরপ্পা নগরীর উঁচু এলাকাকে কি বলা হত?
(ক) সিটা ডেল (খ) পোলিশ (গ) সিটি (ঘ) সিটিস্টেট।

97. হরপ্পার ধর্মীয় জীবনে যে বিশেষ কল্পিত প্রাণীর গুরুত্ব ছিল তার নাম কি?
(ক) বৃষ (খ) গাভী (গ) ইউনিকর্ন (ঘ) সর্প।

98. সিন্ধু সভ্যতার পতন হয়েছিল বন্যার জন্য— এ কথা বলেন?
(ক) ডেলস ও রাইকস (খ) রেমন্ড অলচিন ও ব্রিজে অলচিন (গ) হুইলার ও মার্শাল (ঘ) রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও ক্যানিংহাম।

99. কোন্ ঐতিহাসিক সিন্ধু সভ্যতার পতনের জন্য বহিরাক্রমণকে দায়ী করেছেন?
(ক) জন মার্শাল (খ) হুইলার (গ) ব্রেইডস (ঘ) রেমন্ড অলচিন।

100. সিন্ধু সভ্যতার পতনের জন্য কে বাণিজ্যের অবক্ষয়কে দায়ী করেছেন?
(ক) জন মার্শাল (খ) হুইলার (গ) রেমন্ড অলচিন (ঘ) শিরিন রত্নাগর।

Answer: 1. (গ) 2. (ঘ) 3. (ক) 4. (ঘ) 5. (ক) 6. (খ) 7. (ঘ) 8. (ক) 9. (গ) 10. (গ) 11. (ঘ) 12. (ক) 13. (ঘ) 14. (গ) 15. (ক) 16. (গ) 17. (খ) 18. (খ) 19. (গ) 20. (ঘ)