বর্তমানে ভারতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় Child Pedagogy বা শিশু শিক্ষণ প্রণালী বিষয়কে আবশ্যিক করা হয়েছে। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা প্রতিনিয়ত Child Pedagogy in Bengali language প্র্যাকটিস সেট পোস্ট করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
Child Pedagogy in Bengali language Questions
1. নিম্নে প্রদত্ত কোনটি শিশু শিক্ষার ভিত্তি হিসেবে গ্রহণযােগ্য?
(A) কল্পনা জগতে ব্যাবহারিক প্রয়ােগমূলক শিক্ষা
(B) অনুভূতিমূলক শিক্ষা
(C) সুসংহত বৌদ্ধিক শিক্ষা
(D) বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সম্মিলিত ও পেশি সঞ্চালনের শিক্ষা
2. আপনি একজন নতুন শিক্ষক/শিক্ষিকা। প্রথমদিনে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে প্রথম ক্লাসে যোগদান করেছেন, আপনি কীভাবে শ্রেণিকক্ষে নিজেকে পরিচিত করাবেন?
(A) সরাসরি নিজের পরিচয় দেবেন
(B) নিজের নাম ও শিক্ষাগত যােগ্যতার পরিচয় দেবেন
(C) প্রথমে ছেলে-মেয়েদের পরিচয় নিয়ে তাদের প্রশংসা করে নিজের পরিচয় দেবেন এবং কোন বিষয় পড়াবেন তা জানাবেন
(D) কোনোটিই নয়
3. শিক্ষক-শিক্ষিকা পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের কোনাে বিষয় পড়াতে গিয়ে কোন বিষয়টির ওপর বেশি গুরুত্ব দেবেন?
(A) ছাত্র/ছাত্রীর স্বপ্নকে সার্থক করবেন
(B) ছাত্রছাত্রীদের পাঠে উৎসাহিত করবেন
(C) ছাত্রছাত্রীরা যাতে সুন্দর কথা বলতে পারে সেদিকে লক্ষ্য দেবেন
(D) ওপরের সবকটিই
4. যদি কোনাে শিক্ষক/শিক্ষিকা ছাত্রছাত্রীদের কোনাে কারণে কঠোর শারীরিক শাস্তি দিয়ে থাকেন তাহলে সেই শিক্ষক/শিক্ষিকার কী করা উচিত?
(A) শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়ে নেবেন
(B) মনে মনে অনুতপ্ত হবেন
(C) শ্রেণিকক্ষে তার মনের ক্ষতে আন্তরিক ভালােবাসার প্রলেপ লাগিয়ে বিষয়টিকে লঘু করার চেষ্টা করবেন
(D) ক্লাসের শেষে তাকে স্টাফ রুমে ডেকে চিকিৎসা করবেন
5. শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আচরণ লাঘব করাতে আপনি কী প্রকার ব্যবস্থা গ্রহণ করবেন?
(A) ছাত্রছাত্রীদের সঙ্গে আলােচনাক্রমে শ্রেণিকক্ষে আচরণবিধি প্রস্তুত করবেন
(B) যারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে তাদের পুরস্কৃত করবেন
(C) যারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে না, তাদের তিরস্কৃত করবেন (D) কোনােটিই নয়
6. নরেন্দ্র মোদি একজন প্রধানশিক্ষক, সঠিকভাবে উত্তর পত্রের মূল্যায়ন করতে তিনি কোন পন্থা অবলম্বন করবেন—
(A) আঙ্গিকগত দিক
(B) বিষয়গত দিক
(C) মৌলিকগত দিক
(D) ওপরের সবকটি
7. কোনাে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক যে বিপরীত আচরণ পরিলক্ষিত হয় তা তাদের কোন মানসিক প্রবণতার দিক ফুটে উঠে—
(A) বন্ধুত্বপূর্ণ আচরণ
(B) প্রতিযােগিতাসুলভ আচরণ
(C) পরস্পরবিরােধী বা আক্রমণধর্মী আচরণ
(C) ওপরের সবকটি
Leave a comment