PayPal

সেট - ১১ : আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর

author photo
- Monday, January 14, 2019

ইতিহাস বিষয়ক প্রশ্নোত্তর | ইতিহাস প্রশ্ন ও উত্তর | ইতিহাস সাধারণ জ্ঞান | সেট - ১১


প্রশ্ন) পাকিস্তান নামের উদ্ভাবক কে?
উত্তর:- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী।


প্রশ্ন) পাকিস্তান শব্দের অর্থ কি?
উত্তর:- পবিত্র ভূমি।

প্রশ্ন) পাকিস্তান প্রস্তাবের খসড়া কে তৈরি করেন?
উত্তর:- সিকান্দার হায়াত খান।

প্রশ্ন) ভারত ব্যবচ্ছেদ পরিকল্পনা কে তৈরি করেন?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেন।

প্রশ্ন) কলকাতা হত্যাকাণ্ড কবে হয়?
উত্তর:- ১৯৪৬ সালে ১৬ আগস্ট।

প্রশ্ন) কলকাতা দাঙ্গা কবে হয়?
উত্তর:- ১৯৪৬ সালে ১৬ আগস্ট।

প্রশ্ন) ভারত শাসন আইন পাস হয় কত সালে?
উত্তর:- ১৯৩৫ সালে।

প্রশ্ন) ১৮৫৭ সালের ভারত শাসন আইনকে একটি অকিঞ্চিৎকর নিয়মিত ঘটনা বলে কে অভিহিত করেন?
উত্তর:- কানিংহাম।

প্রশ্ন) কবে কোম্পানির বাণিজ্যিক অধিকার লোপ করা হয়?
উত্তর:- ১৮৩৩ সালে।


প্রশ্ন) ভাইসরয় কথার অর্থ কি?
উত্তর:- রাজ প্রতিনিধি।

প্রশ্ন) ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে?
উত্তর:- লর্ড ক্যানিং।

প্রশ্ন) বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়?
উত্তর:- ১৮৫৯ সালে।

প্রশ্ন) বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কে পাশ করেন?
উত্তর:- লর্ড ক্যানিং।

প্রশ্ন) এলাহাবাদ হাইকোর্ট কে, কবে স্থাপন করে?
উত্তর:- লর্ড ক্যানিং ১৮৬৬ সালে।

প্রশ্ন) পাঞ্জাব প্রজাস্বত্ব আইন কে, কবে পাশ করে?
উত্তর:- লর্ড লরেন্স ১৮৬৮ সালে।

প্রশ্ন) অযোধ্যা প্রজাস্বত্ব আইন কে, কবে পাশ করে?
উত্তর:- লর্ড লরেন্স ১৮৬৮ সালে।

প্রশ্ন) দক্ষতাপূর্ণ নিরপেক্ষতা নীতি কে গ্রহণ করে?
উত্তর:- লর্ড লরেন্স।প্রশ্ন) মেয়ো কলেজ কে, কোথায় স্থাপন করে?
উত্তর:- লর্ড মেয়ো, আজমীরে।

প্রশ্ন) স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে, কবে পাশ করে?
উত্তর:- লর্ড রিপন ১৮৮২ সালে।

প্রশ্ন) অস্ত্র আইন কে, কবে পাশ করে?
উত্তর:- লর্ড লিটন ১৮৭৮ সালে।

প্রশ্ন) দুর্ভিক্ষ কমিশন কে নিয়োগ করেন?
উত্তর:- লর্ড লিটন।

প্রশ্ন) সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে পাশ করে?
উত্তর:- লর্ড লিটন।

প্রশ্ন) মাতৃভাষা সংবাদপত্র আইন কে পাশ করে?
উত্তর:- লর্ড লিটন।

প্রশ্ন) মাতৃভাষা সংবাদপত্র আইন কবে পাশ হয়?
উত্তর:- ১৮৭৮ সালে।

প্রশ্ন) সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়?
উত্তর:- ১৮৭৮ সালে।