PayPal

সেট - ১০ : আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর

author photo
- Sunday, January 13, 2019

ইতিহাস বিষয়ক প্রশ্নোত্তর | ইতিহাস প্রশ্ন ও উত্তর | ইতিহাস সাধারণ জ্ঞান | সেট - ১০


প্রশ্ন) আগস্ট আন্দোলনের সময় ভারতে ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উত্তর:- লর্ড লিনলিথগো


প্রশ্ন) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর:- সতীশচন্দ্র সামন্ত।

প্রশ্ন) তাম্রলিপ্ত জাতীয় সরকার কে গঠন করেন?
উত্তর:- সতীশচন্দ্র সামন্ত

প্রশ্ন) প্রতি সরকার কবে গঠিত হয়?
উত্তর:- ১৯৪২ সালে।

প্রশ্ন) প্রতি সরকার কোথায় গঠিত হয়।
উত্তর:- পশ্চিম মহারাষ্ট্রের সাতারায়

প্রশ্ন) প্রতি সরকার কটি শাখায় বিভক্ত ছিল ও কি কি?
উত্তর:- তিনটি। যথা - শিবলাকোট দল, কুন্তল দল করদ দল

প্রশ্ন) শিবলাকোট দলের নেতা কে ছিলেন ও এর কর্মকেন্দ্র কোথায় ছিল?
উত্তর:- বাবুজি পতঙ্কর। এর কর্মকেন্দ্র কৃষ্ণা উপত্যকায়

প্রশ্ন) কুন্তল দলের নেতা কে ছিলেন?
উত্তর:- নানা পাতিল

প্রশ্ন) করদ দলের নেতা কে ছিলেন?
উত্তর:- মাধব রাও যাদব, ধনন্তরি


প্রশ্ন) কে কোন পত্রিকায় ক্রিপস প্রস্তাবকে 'দুর্ভাগ্যজনক প্রস্তাব' বলেছেন?
উত্তর:- মহাত্মা গান্ধী। হরিজন পত্রিকা।

প্রশ্ন) হরিজন পত্রিকার সম্পাদক কে?
উত্তর:- মহাত্মা গান্ধী।

প্রশ্ন) হরিজন গোষ্ঠীর নেতা কে ছিলেন?
উত্তর:- ড: আম্বেদকর

প্রশ্ন) নিখিল ভারত অস্পৃশ্যতা নিবারণ সমিতি কে গঠন করে?
উত্তর:- মহাত্মা গান্ধী।

প্রশ্ন) হরিজন পত্রিকা কে প্রকাশ করেন?
উত্তর:- মহাত্মা গান্ধী।

প্রশ্ন) হরিজন আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন?
উত্তর:- মহাত্মা গান্ধী

প্রশ্ন) কুনবি কি?
উত্তর:- উত্তরপ্রদেশের দরিদ্র চাষী।

প্রশ্ন) পত্তিদার কি?
উত্তর:- উত্তরপ্রদেশের মধ্যবিত্ত চাষী।প্রশ্ন) কবে মুসলিম সম্প্রদায়ের পৃথক নির্বাচনের দাবী মেনে নেওয়া হয়?
উত্তর:- ১৯০৯ সালে।

প্রশ্ন) কোন আইন দ্বারা মুসলিম সম্প্রদায়ের পৃথক নির্বাচনের দাবী মেনে নেওয়া হয়?
উত্তর:- মর্লি মিন্টো আইন

প্রশ্ন) প্রথম গোল টেবিল বৈঠকে মুসলিম লীগের পক্ষে কারা যোগদান করেন?
উত্তর:- মহম্মদ আলি, মহম্মদ সফি, ফজলুল হক ও মহম্মদ জিন্নাহ।

প্রশ্ন) মহম্মদ আলি জিন্নাহ কবে মুসলিম লীগের সভাপতি হন?
উত্তর:- ১৯৩৪ সালে।

প্রশ্ন) কোন আইন অনুসারে ভারতে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর:- ১৯৩৫ সালের ভারত শাসন আইন

প্রশ্ন) ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে কার পরজয় ঘটে?
উত্তর:- মুসলিম লীগের

প্রশ্ন) ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের পর মুসলিম লীগের কর্মক্ষেত্র কোথায় হয়?
উত্তর:- উত্তরপ্রদেশ

প্রশ্ন) মুসলিম লীগ কবে কবে নিষ্কৃতি দিবস বা মুক্তি দিবস পালন করে?
উত্তর:- ১৯৩৯ সালে ২২ ডিসেম্বর।

No comments:

Post a Comment