1940 এর দশকে চীনে কমিউনিস্ট নিয়ন্ত্রিত অঞ্চলের ভূমি সংস্কার নীতি সন্বন্ধে কি জান?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Mustafa
চিয়াং কাই শেকের কুয়ােমিন তাঙ সরকার কমিউনিস্টদের নানাভাবে দমন করার চেষ্টা করলেও সুযােগ্য নেতৃত্ব জনসাধারণের আত্মবিশ্বাস, শ্রমিক ও কৃষকদের কমিউনিস্টদের প্রতি সমর্থন এবং কুয়ােমিন তাঙ সরকারের দুর্বলতার সুযােগে চীনের কমিউনিস্ট দল পুনরায় রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। ১৯৩০ খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ কিয়াংসি এবং পশ্চিম ফুকিয়েন প্রদেশে কমিউনিস্টদের কর্তৃত্ব স্থাপিত হয় এবং হুপে প্রদেশেও তাদের প্রভাব বিস্তৃত হয়। কোয়াংতু ও হুনান প্রদেশের কতক অংশের ওপরও তাদের কর্তৃত্ব স্থাপিত হয়। ইয়াংসি নদীর উপত্যকা অঞ্চলের কমিউনিস্টদের প্রভাব বিস্তৃত হয়। কমিউনিস্ট প্রভাবাধীন অঞ্চল ছিল কৃষিপ্রধান। এই অঞ্চলে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল খুবই কম। সুতরাং সর্বহারা শ্রমিকদের রাজত্বের পরিবর্তে কমিউনিস্ট সরকারের পরিচালকগণ সর্বহারা কৃষকদের শাসন প্রবর্তন করেন।
চীনের কমিউনিস্ট শাসকগণ তাদের অধীনস্থ অঞ্চলের কৃষি সংস্কারের দিকে বিশেষ দৃষ্টি দেন। বৃহৎ বৃহৎ ভূ-সম্পত্তি কয়েকটি ভাগে বিভক্ত করে কৃষকদের মধ্যে জমি বণ্টন করার ব্যবস্থা করা হয়। একজন কৃষকের পক্ষে যে পরিমাণ জমি উপযুক্তভাবে চাষবাস করা যেতে পারে, সেই পরিমাণ জমিই কৃষকের হস্তে ন্যস্ত করা হয়। জমি ভালােভাবে চাষবাস করার জন্য কৃষকদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে সমবায় ঋণ সমিতি স্থাপিত হয়। নামমাত্র সুদে কৃষকগণ এই সব ঋণ সমিতির কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারত। সরকারীভাবে কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার চেষ্টাও করা হয়। ভূমি-রাজস্বের পরিমাণ যথেষ্ট হ্রাস করা হয় এবং পূর্বের ঋণের বােঝা ও সুদের হার খর্ব করার জন্যও নানাপ্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়। পূর্বে সামন্ত ও সামরিক বিভাগের কর্মচারীদের আয় বৃদ্ধির জন্য বহু জমিতে আফিমের চাষ করা হত। কিন্তু কমিউনিস্ট শাসকগণ আফিমের চাষের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আফিমের চাষ বন্ধ করা হয় এবং আফিমের ব্যবহৃত জমিতে খাদ্যশস্য উৎপাদনের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। বন্যা নিয়ন্ত্রণের জন্য সুষ্ঠু ব্যবস্থাও গ্রহণ করা হয়। জনকল্যাণমূলক এই সব কাজের ব্যয় নির্বাহের জন্য সরকারী খাসমহলের জমি থেকে আদায়ীকৃত রাজস্ব ব্যয় করার ব্যবস্থা করা হয়। রাজস্বনীতিরও আমূল পরিবর্তন করা হয় এবং অবস্থাপন্ন কৃষকদের ওপর বেশি রাজস্ব ধার্যের নীতি গৃহীত হয়। ফলে ধনী ও দরিদ্রের ব্যবধান ক্রমেই হ্রাস পেতে শুরু করে। কৃষকদের মতাে শ্রমিকদের আয় বৃদ্ধিরও ব্যবস্থা করা হয়। প্রকৃতপক্ষে কৃষক ও শ্রমিক এই উভয় শ্রেণীর লােকদের অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য কমিউনিস্ট সরকার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করে।