১৯১১ খ্রিস্টাব্দের চীনের বিপ্লবের জন্য রাজনৈতিক আদর্শ কতটা দায়ী ছিল?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Mustafa
ব্যাপক বিদ্রোহ গড়ে তােলার জন্য বিদ্রোহাত্মক চিন্তাধারা ও আদর্শের প্রচার ও প্রসার একান্তভাবে প্রয়ােজন। উনবিংশ শতাব্দীর শেষভাগেই চীনে বিপ্লবের আদর্শে বিশ্বাসী কয়েকটি রাজনৈতিক সংস্থার সৃষ্টি হয় এবং ১৯০০ খ্রিস্টাব্দের মধ্যে এই সব সংস্থাগুলাে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। এই সময় চীনে সমান্তরালভাবে সংস্কার আন্দোলন এবং বিপ্লবাত্মক চিন্তাধারা শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। উভয় দলের প্রধান লক্ষ্য ছিল চীনে সংবিধান নিয়ন্ত্রিত রাজতন্ত্রের প্রতিষ্ঠা করা। ১৯০১ থেকে ১৯১১ খ্রিস্টাব্দের মধ্যে এই দাবির সমর্থকদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায়। বিপ্লবাত্মক চিন্তাধারার প্রধান প্রবক্তা এবং অবিসংবাদী নেতা ছিলেন ডক্টর সান ইয়াৎ সেন। তিনি ও তার সমর্থকগণ সুস্পষ্টভাবে মাঞ্চু রাজপরিবার বিরােধী মতবাদ প্রচার করতে শুরু করেন। ডক্টর সান ইয়াৎ সেন গঠিত রাজনৈতিক সংস্থা তুঙ-মেও-হুই -এর পরিচালনায় ১৯০৬, ১৯০৭ এবং ১৯১০ খ্রিস্টাব্দে গণ অভ্যুত্থান দেখা দেয়। যদিও তাদের বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কিন্তু এই রাজনৈতিক সংস্থার পরিচালনায় ১৯১১ খ্রিস্টাব্দের বিদ্রোহ একটি সর্বাত্মক বিপ্লবে পরিণত হয়। সর্বাত্মক এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য ছাত্র, নতুন সৈন্যবাহিনী এবং বিভিন্ন গােপন সমিতি থেকে বহু ব্যক্তিকে সংগ্রহ করা হয়। তবে একথা সুনিশ্চিতভাবে বলা যায় যে ১৯১১ খ্রিস্টাব্দের বিক্ষিপ্ত বিদ্রোহ সর্বাত্মক বিপ্লবের আকার ধারণ করলে মাঞ্চু সরকার কখনই স্বেচ্ছায় এবং ধীরে ধীরে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র স্থাপন করতে সমর্থ হতেন না, অথবা চেষ্টা করলেও কৃতকার্যতা লাভ করতেন না। বিদেশী শক্তিবর্গ এবং স্বার্থান্বেষী ভূস্বামীগণ নানারূপ ষড়যন্ত্র করে তাদের উদ্দেশ্য ব্যর্থ করে দিতে সমর্থ হতেন। তাছাড়া বিপ্লব ব্যতীত তাদের সিংহাসনচ্যুত করাও সম্ভব হত না। বিদ্রোহ দেখা দেওয়ার পরই প্রচণ্ড বিপদের আশঙ্কায় জাতীয় পরিষদ সম্রাটকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে কিছু কিছু সুযােগ দিতে পরামর্শ দেয়। সাংবিধানিক কতকগুলাে নতুন নতুন নীতিও এই সময় জাতীয় পরিষদে গৃহীত হয় এবং সম্রাটও বিনা দ্বিধায় তা স্বীকার করে নেন। সম্রাট তার উপাধি রক্ষার উপায় হিসাবে ইংল্যান্ডের রাজার মতাে নিয়ন্ত্রিত ক্ষমতা ভােগ করেই সন্তুষ্ট থাকতে প্রস্তুত হন। কিন্তু রাজনৈতিক এই পরিবর্তন মাঞ্চু রাজবংশকে রক্ষা করতে সমর্থ হল না। রাজতন্ত্র রক্ষার শেষ উপায় হিসাবে সমরনায়ক য়ুয়ান শিকাইকে একনায়কের ক্ষমতা দিয়ে সম্রাটের দরবারে আহ্বান জানানাে হয়। কিন্তু য়ুয়ান শিকাই -এর রাজতন্ত্রকে রক্ষা করার কোন ইচ্ছা ছিল কিনা তা স্পষ্টভাবে জানা সম্ভব নয়। অপরদিকে বিপ্লবীদের বিরুদ্ধে দীর্ঘদিন পরিচালনা করার মতাে অর্থও রাজকোষে সঞ্চিত ছিল না। সুতরাং এইরূপ পরিস্থিতিতে বিপ্লবীদের সঙ্গে শান্তিপূর্ণ একটি বন্দোবস্ত করার প্রয়ােজন দেখা দেয়। বিপ্লবীপক্ষ এই বন্দোবস্তের প্রধান দাবি হিসাবে মাঞ্চু রাজবংশকে সিংহাসন ত্যাগ করতে অনুরােধ করে। দেশের শান্তি পুনঃস্থাপনের উদ্দেশ্যে সম্রাট য়ুয়ান তুঙ পদত্যাগ করেন এবং য়ুয়ান শিকাই চীনের শাসনতন্ত্র পরিচালনা করতে শুরু করেন। রাজতন্ত্রের অবসান ঘটানাে ডক্টর সান ইয়াৎ সেন পরিচালিত আন্দোলনের সাফল্যের পরিচায়ক হলেও য়ুয়ান শিকাইকে সুসংহত করতে অসমর্থ হয়ে তিনি চীনের এই প্রথম সার্থক বিপ্লবকে সম্পূর্ণভাবে কার্যকরী তুলতে ব্যর্থ হন।