১৯০২ খ্রিস্টাব্দে ইঙ্গ জাপান চুক্তি শর্তাদি কি ছিল?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Sahamina
১৯০২ খ্রিস্টাব্দে ৩০ শে জানুয়ারী জাপানের পক্ষ থেকে তাদের লন্ডন স্থিত রাষ্ট্রদূত ব্যারণ হাবাসি এবং ইংল্যান্ডের পক্ষ থেকে ঐ দেশের উপনিবেশ বিভাগের সেক্রেটারী লর্ড ল্যান্সডাউন একটি চুক্তিতে স্বাক্ষর করেন। ইতিহাসে এই চুক্তি ইঙ্গ জাপান চুক্তি নামে পরিচিত। এই চুক্তির শর্তগুলাে বিশেষভাবে লক্ষণীয়।
(১) চুক্তিটি স্বাক্ষরিত হয় জাপান ও ইংল্যান্ডের সমতার ভিত্তিতে।
(২) চীন ও কোরিয়ার রাষ্ট্রীয় অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষার মাধ্যমে ইংল্যান্ড ও জাপান দূর প্রাচ্যে সাধারণ শান্তি ও পূর্বাবস্থা বজায় রাখতে স্বীকৃত হয়।
(৩) চীন ও কোরিয়াতে সকল দেশেরই বাণিজ্যিক সমান অধিকার থাকবে।
(৪) ইংল্যান্ডের স্বার্থ বিজড়িত থাকবে প্রধানত চীনের সঙ্গে কিন্তু জাপানের থাকবে চীন ও কোরিয়া উভয় দেশের সঙ্গে। ইংল্যান্ড ও জাপানের স্বার্থ অনাক্রমণাত্মক (Non Aggressive) হবে।
(৫) ইংল্যান্ড ও জাপান পরস্পরের আত্মরক্ষায় সহযােগিতা করতে প্রতিশ্রুত হয়।
(৬) ইংল্যান্ড ও জাপান পরস্পরের স্বার্থ অক্ষুন্ন রাখার জন্য স্ব স্ব প্রয়ােজনীয় পন্থা অধিকার স্বীকার করে। যদি এই দুই অংশীদারের মধ্যে কোন এক পক্ষ নিজ স্বার্থ রক্ষার জন্য কোন বিপক্ষ রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে অপর অংশীদার সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকবে। কিন্তু যদি অপর কোন রাষ্ট্র বিপক্ষ রাষ্ট্রটিকে সাহায্যদানে অগ্রসর হয়, তাহলে নিরপেক্ষ অংশীদার নিরপেক্ষতার ভূমিকা বর্জন করে স্বীয় মিত্ররাষ্ট্রের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে, রুশ জাপান যুদ্ধ (১৯০৪-১৯০৫ খ্রিস্টাব্দ) শুরু হলে ইংল্যান্ড নিরপেক্ষ থাকবে, কিন্তু রাশিয়ার সঙ্গে ফ্রান্স বা জার্মানী যােগদান করলে ইংল্যান্ড নিরপেক্ষ না থেকে জাপানের পক্ষ অবলম্বন করে যৌথভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে।
তবে পরবর্তীকালে এই শর্তটির কিছু রদবদল হয়। প্রথমত ১৯০৫ খ্রিস্টাব্দে এবং পুনরায় ১৯১১ খ্রিস্টাব্দে এই রদ বদল সম্পন্ন হয়। ১৯০৫ খ্রিস্টাব্দের রদ বদলে স্থির হয় যে, জাপান এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ দেখা দিলে অপর কোন রাষ্ট্র রাশিয়ার সঙ্গে সহযােগিতা করুক বা না করুক ইংল্যান্ড তৎক্ষণাৎ জাপানের পক্ষ অবলম্বন করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করবে। এই রদ বদলের ফলে শর্তটির সামরিক ভিত্তি অধিকতর প্রশস্ত হয়। ১৯১১ খ্রিস্টাব্দের রদবদল অনুসারে স্থির হয় যে ইঙ্গ জাপান চুক্তি ইংল্যান্ডকে জাপানের পক্ষ অবলম্বন করতে বাধ্য করবে না। ইতিমধ্যে ১৯০৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি Arbitration Treaty স্বাক্ষরিত হয়। ঐ বছরেই জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নিবারক Root Takahira Treaty নামে একটি চুক্তি সম্পাদিত হয়। ১৯৩২ খ্রিস্টাব্দের চুক্তি অনুসারে শান্তি অক্ষুন্ন থাকাকালীন ইংল্যান্ড ও জাপান পরস্পরের নৌবাহিনীকে পরস্পরের বন্দর ব্যবহার করতে দিতে সম্মত হয়। ইংল্যান্ড ও জাপান প্রত্যেকে দূরপ্রাচ্যের সমুদ্রে যে কোন তৃতীয় শক্তির নৌবাহিনী অপেক্ষা উৎকৃষ্টতর নৌবাহিনী মােতায়েন রাখতে স্বীকৃত হয়। এই চুক্তির স্থায়িত্বকাল প্রথম পর্যায় পাঁচ বছর। পাঁচ বছর মেয়াদকাল শেষ হলে দুপক্ষের সম্মতিক্রমে এই চুক্তির আয়ু বৃদ্ধি করার সংস্থান রাখা হয়।