সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কেন?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
siraj
সিন্ধু সভ্যতার বেশিরভাগ কেন্দ্রেই নগর, আধুনিক নগর পরিকল্পনা, উন্নত নাগরিক জীবনযাত্রা ও সংস্কৃতির চিহ্ন পাওয়া গেছে বলে একে নগর সভ্যতা বলে অভিহিত করা হয়।
Sahamina
সিন্ধু সভ্যতার প্রধান শক্তিই ছিল তার নগরীসমূহ, হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার, কালিবাঙ্গান ও লােথাল প্রভৃতি সকল স্থানেই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে আর এই নগরগুলির গঠনরীতি ছিল প্রায় একই প্রকার। নগরগুলাের ধ্বংসাবশেষ থেকে স্পষ্টই বােঝা যায় যে সিন্ধু উপত্যবাসীরা নগর জীবনের সবরকম সুযােগ সুবিধা ভােগ করত। হরপ্পা ও মহেঞ্জোদারোতে আবিস্কৃত প্রশস্ত রাস্তাঘাট, উন্নত জলনিকাশী ব্যবস্থা, পয়ঃপ্রণালী, শষ্যাগার, স্নানাগার, দুর্গ, সভাগৃহ প্রভৃতি ব্যবস্থা নিঃসন্দেহে উন্নত আধুনিক নগর জীবনের পরিচয় বহন করে। এই কারণে সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয়।