শিমনোসেকির সন্ধির শর্ত কি ছিল?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Sahamina
চীন জাপান যুদ্ধে (১৮৯৪-১৮৯৫ খ্রিস্টাব্দ) চীন জাপানের নিকট শােচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধের প্রারম্ভে চীন জাপানের সংঘর্ষকে দৈত্য ও বামনের যুদ্ধ বলে অভিহিত করা হলেও বামন অতি সহজে দৈত্যকে পরাজিত করে শুধুমাত্র সুদূর প্রাচ্যের রাজনৈতিক ঘটনার ওপর নয়, আন্তর্জাতিক রাজনীতির ওপরও নিজেকে সসম্মানে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়। যুদ্ধের সময় অপমানিত ও পদচ্যুত চীনের কূটনীতিবিদ লি হুঙ চাঙ যুদ্ধ পরিসমাপ্তির পর পুনরায় পূর্ব মর্যাদা ফিরে পান এবং জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্থাপনের দায়িত্ব লাভ করেন। উভয়পক্ষের মধ্যে দীর্ঘ আলাপ আলােচনার পর ১৮৯৪ খ্রিস্টাব্দের ১৭ এপ্রিল সিমােনােসেকির সন্ধি স্থাপিত হয়।
সিমােনােসেকির সন্ধির শর্ত অনুসারে স্থির হয় :
(১) চীন কোরিয়ার সম্পূর্ণ স্বাধীনতা স্বীকৃতি দান করবে।
(২) চীন জাপানকে দক্ষিণ মাঞ্চুরিয়ার লিয়াওটাং (Linotung) উপদ্বীপ, ফরমােজা ও পেসকাডােরিস (Percadores) দ্বীপপুঞ্জ সমর্পণ করবে।
(৩) জাপানকে চীনদেশে ব্যবসা বাণিজ্য করার সুযােগ দেওয়া হবে।
(৪) ব্যবসা বাণিজ্য পরিচালনার সুবিধার জন্য চীনের চারটি বন্দর জাপানের কাছে উন্মুক্ত করা হবে। এই চারিটি বন্দর হল শাসি (Shase), চুংকিং (Chungking), হ্যাংচাও (Hangchao) এবং সুচাও (Soochow)।
(৫) পাশ্চাত্যের শক্তিবর্গ জাপানের শক্তিমত্তার পরিচয় Shogunate যুগে সম্পাদিত বৈষম্যমূলক চুক্তিগুলাের শর্তাদি রদবদল করতে সম্মত হয়।
(৬) জাপানে বিদেশী শক্তিসমূহ এতকাল অতিরাষ্ট্রিক অধিকার ভােগ করে আসছিল। এই অধিকারের ভিত্তিতে তারা জাপানের আইনের অধীন না হয়ে স্বদেশের আইন অনুসারে বিচারের সুযােগ ভােগ করতেন। চীন জাপানের যুদ্ধে জাপানের অভাবনীয় সাফল্যের এইরূপ অতিরাষ্ট্রিক সুযােগ সুবিধার অবলুপ্তি ঘটে।
(৭) আমদানি ও রপ্তানি বাণিজ্যের ওপর দেশের স্বার্থে শুল্ক নিয়ন্ত্রণের নিরঙ্কুশ জাপান ফিরে পায়।
(৮) যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ চীন জাপানকে দুশ মিলিয়ন টিল (Tael) বা প্রায় একশ পঁচাত্তর মিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুত হয়। এই ক্ষতিপূরণের অর্থ আদায় না হওয়া পর্যন্ত শানটুং প্রদেশের অন্তর্গত ওয়েইহাই (Weihai) অঞ্চলটি জাপানের অধিকারে থাকবে বলে স্থির হয়।