মোমের পুতুল কিভাবে তৈরি করা হয়?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Palashmandal
মােম বা প্যারাফিনের সাহায্যে জীব, জন্তু, পুতুল ইত্যাদি ঘর সাজাবার জিনিস তৈরি করা যায়।
মোমের পুতুল তৈরির জন্য প্রয়ােজনীয় সরঞ্জাম :
(i) পরিমাণমতাে প্যারাফিন বা মােম,
(ii) গুড়াে রং বা ডাই (সামান্য),
(iii) কড়াই,
(iv) স্টোভ,
(v) একটি ফাপা প্লাস্টিকের পুতুল,
(vi) একমগ জল ও
(vii) ফানেল বা চুঙ্গি,
(viii) একখানি ব্লেড।
প্রস্তুত প্রণালী :
(i) প্লাস্টিকের পুতুলের নীচের দিকে একটি ছােটো গর্ত করে নিতে হবে।
(ii) স্টোভ জেলে তার উপর কড়াই চাপিয়ে তাতে মােম বা প্যারাফিন গলাতে হবে।
(iii) তারপর গলিত প্যারাফিন বা মােমে মনের মতাে রং বা ডাই মেশাতে হবে।
(iv) এরপর কাঠের তক্তা দিয়ে নেড়ে রংটি ভালাে করে মিশিয়ে নিতে হবে।
(v) এখন ফানেলের সাহায্যে পুতুলের নীচে গর্ত দিয়ে মােমটি পুতুলের মধ্যে ঢেলে নিতে হবে।
(vi) পুতুলে মােম ঢালা সম্পূর্ণ হলে পুতুলের মাথার দিকে নীচের দিকে রেখে সেটিকে মগের জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে।
(vii) ঠান্ডা হয়ে মোম জমে গেলে পুতুলটিকে জল থেকে তুলে এনে ব্লেড দিয়ে চিরে মােমের পুতুলটি বার করে নিতে হবে।