মেহেরগড় সভ্যতার সময়সীমা কী ছিল?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Mustafa
ড.বি.এন. মুখার্জীর মতে মেহেরগড় সভ্যতা আনুমানিক ৭০০০ থেকে ৬০০০ খ্রিঃ পূর্বাব্দ পর্যন্ত সাতটি পর্যায়ে এর নগরায়ণ প্রক্রিয়া চলেছিল। তবে নগরায়ণের পরিণত রূপটি দেখা যায় ৩২০০ থেকে ২৬০০ খ্রিঃ পূর্বাব্দ। ডায়াডােরাস এবং প্লিনির রচনা থেকে জানা যায় যে, ৬৭৭৮ খ্রিঃ পূর্বাব্দ যার উৎস হল মেহেরগড়। পণ্ডিত জারিজ, মিডাে, কিচনার, হান্টার, এস.আর. রাও, ও সুভাষ ফাঁক মনে করেন মেহেরগড় সভ্যতার পরিবর্তিত রূপ হল- হরপ্পা, মহেঞ্জোদড়াে ও লােথাল সভ্যতা। সুতরাং সিন্ধু সভ্যতার বর্তমান বয়স এখন বেড়ে দাঁড়ালাে (মেহেরগড় সভ্যতা + হরপ্পা সভ্যতা) ৮৫০০ বছর।