মাঞ্চু রাজবংশ পতনের প্রত্যক্ষ কারণ কি ছিল?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Habiba
ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে মাঞ্চু রাজবংশের অবলুপ্তি আসন্ন হয়ে উঠেছিল। বিশেষত বিদেশী শক্তিবর্গের নানারূপ শােষণের ফলে চীনের জনসাধারণের দুর্দশা ক্রমেই বৃদ্ধি পেতে শুরু করেছিল। এইভাবে চীনের জনসাধারণ যখন দেশের আর্থিক দুর্দশার চাপে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, ঠিক সেই সময় মাঞ্চু সরকারের বৈষম্যমূলক নীতি তাদের প্রত্যক্ষ বিদ্রোহ ঘােষণা করতে বাধ্য করে। হুপে, হিউনান, কোয়াটুং, সেচুয়ান প্রভৃতি প্রদেশে রেলপথ সম্প্রসারণের জন্য সরকার জনসাধারণের বহু জমি অধিকার করতে বাধ্য হয়। কিন্তু গৃহীত জমির জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে বৈষম্যমূলক নীতি অনুসরণ করলে সেচুয়ান প্রদেশের জমিদার শ্রেণীর লােকেরা সরকারের এই নীতির তীব্র প্রতিবাদ করে। এইসব বিক্ষুব্ধ গােষ্ঠীর পক্ষ থেকে সেচুয়ানের প্রাদেশিক পরিষদ একটি গণ আন্দোলনের সূচনা করে। ১৯১১ খ্রিস্টাব্দের ২৪ শে আগস্ট সেচুয়ানের দশ হাজার অধিবাসী প্রাদেশিক রাজধানী চেংতু শহরে একটি শােভাযাত্রা বার করে এবং সরকারকে কর না দিতে এবং বিদ্যালয় ও হাটবাজারে ধর্মঘট পালন করতে আহ্বান জানায়। কিন্তু সেচুয়ানের গভর্নর চাও ফেঙ কঠোর হস্তে এই আন্দোলন দমন করতে নির্দেশ দিলে সেচুয়ানের বিক্ষুব্ধ জনসাধারণ বিদ্রোহীদের দলে যােগ দিয়ে এক ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে সমর্থ হয়।
ইতিমধ্যে ১৯১১ খ্রিস্টাব্দের ৯ ই অক্টোবর হ্যানকাও -এ অবস্থিত বিদ্রোহীদের প্রধান কর্মকেন্দ্রে বােমা নিক্ষিপ্ত হয়। পুলিশবাহিনী বিদ্রোহী দলের বহু নেতাকে গ্রেপ্তার করে। কিছু সংখ্যক বিদ্রোহীকে প্রাণদণ্ডও দেওয়া হয়। এর ফলে ১০ ই অক্টোবর হুপে প্রদেশের রাজধানী উচাং শহরে অবস্থিত রাজকীয় সৈন্যবাহিনী বিদ্রোহী হয়ে ওঠে এবং সৈন্যবাহিনীর অধিনায়ক কর্নেল লি য়ুয়ান-চুভকে মাঞ্চু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করতে বাধ্য করে। অল্পদিনের মধ্যেই বিদ্রোহীরা সমগ্ন হুপে প্রদেশ অধিকার করে এবং উচাং শহরে একটি বিদ্রোহী সরকার স্থাপন করে। ১৯১১ খ্রিস্টাব্দের ১০ ই অক্টোবর সাফল্যের সঙ্গে এই বিদ্রোহ পরিচালিত হয় বলে ইতিহাসে এই বিদ্রোহ ‘দুই দশের বিদ্রোহ’ (Double Ten Movement) নামে পরিচিত।
বিদ্রোহীদের সাফল্যের পর হুপে প্রাদেশিক পরিষদের প্রাক্তন সভাপতি ট্যাং হুয়া লুঙ বিদ্রোহী সরকারের প্রধান বেসরকারী কর্মকর্তা নিযুক্ত হন। অল্পদিনের মধ্যেই অপরাপর প্রদেশ গুলােও মাঞ্চু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা করতে শুরু করে। ১৪ ই অক্টোবর হ্যানকাও এবং হ্যানইয়াং স্বাধীনতা ঘােষণা করে। কিছুদিনের মধ্যেই চ্যাংশা, ইউনান, সাংহাই, চেকিয়াৎ, ফুকিয়েন, কোয়ান্টু প্রভৃতি স্থানের শাসকবর্গ বিদ্রোহীদের আহ্বানে সাড়া দেয়। ১৯১১ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের মধ্যে ১৫ টি প্রদেশ অর্থাৎ চীনের দুই তৃতীয়াংশ অঞ্চল মাঞ্চু শাসনপাশ ছিন্ন করে স্বাধীনতা ঘােষণা করে। ৪ ঠা ডিসেম্বর বিদ্রোহীরা নানকিং অধিকার করে এবং সেখানে একটি অস্থায়ী বিপ্লবী সরকার স্থাপিত হয়। ডক্টর সান ইয়াৎ সেন তখন বিদেশে ছিলেন বলে তার অবর্তমানে প্রধান সৈনাধ্যক্ষ এবং উপপ্রধান সৈনাধ্যক্ষের পদে নিযুক্ত হন যথাক্রমে হুঙ সিঙ এবং সি-যুয়ান হুঙ। বেসামরিক প্রধান পদটি সান ইয়াৎ সেনের জন্য সংরক্ষিত রাখা হয়। ১৯১১ খ্রিস্টাব্দের ২৫ শে ডিসেম্বর ডক্টর সান ইয়াৎ সেন সাংহাই -এ প্রত্যাবর্তন করেন এবং চারদিন পরে সর্বসম্মতিক্রমে তিনি নানকিং বিপ্লবী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির পদ লাভ করেন। ১৯১১ খ্রিস্টাব্দের ১ লা জানুয়ারী প্রজাতন্ত্র সরকারের সূচনা দিন হিসাবে ঘােষিত হয়।