ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা কি ছিল?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
siraj
ফরাসি সংবিধান সভা ‘ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা (২৬ শে আগষ্ট, ১৭৮৯ খ্রীঃ) করে (Declaration of the Rights of Man and citizen)। লেফেভারের মতে, “এই ঘােষণাপত্র ফরাসী বিপ্লবকে পৌরাণিক মর্যাদা দান করে।” আমেরিকার স্বাধীনতার নাগরিক অধিকার ঘােষণাপত্র এবং লক ও রুশাের দার্শনিক তত্ত্বের ওপর নির্ভর করে এই ঘােষণাপত্র রচিত হয়। এছাড়া এই ঘােষণাপত্রে প্রাকৃতিক আইন বা Natural Law -র প্রভাবও দেখা যায়।
ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘােষণাপত্রে বলা হয় যে: — (১) মানুষ স্বাধীনতা ও সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ এই স্বাধীনতা ভােগ করার অধিকারী।
(২) মানুষ জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি নাগরিক অধিকারের প্রকৃতি দত্ত অধিকার লাভ করে। এই অধিকারগুলি হল, স্বাধীনভাবে বাঁচার, সম্পত্তি অর্জন ও ভােগ করার, জীবনের নিরাপত্তা রক্ষা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিরােধের অধিকার। এই অধিকারগুলি কেড়ে নেওয়া যায় না। কারণ এগুলি প্রকৃতির দান। সুতরাং ইহা অলঘনীয়, অপরিবর্তনীয়।
(৩) আইনের উৎস হল জনমত। জনমতের বিরুদ্ধে আইন রচিত হতে পারে না।
(৪) সার্বভৌম ক্ষমতা একমাত্র জাতির মধ্যেই নিহিত আছে। রাজা সার্বভৌম ক্ষমতার অধিকারী নন।
(৫) আইনের চক্ষে সকল নাগরিক সমান। কেহ কোন বিশেষ মর্যাদা বা অধিকার পেতে পারে না। সকল নাগরিক সমান সুযােগ লাভ করার অধিকারী।
(৬) সম্পত্তি ভােগের অধিকার হল একটি পবিত্র অধিকার। আইনের সাহায্য এবং ক্ষতিপূরণ ছাড়া কারও সম্পত্তি হরণ করা যায় না।
(৭) আইনের সাহায্য ছাড়া কোন ব্যক্তিকে গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া যাবে না।
(৮) মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা হল একটি মৌলিক অধিকার।
(৯) পরিশেষে, এই ঘােষণাপত্রে সরকারি ক্ষমতার বিভাজন এবং ব্যক্তি স্বাধীনতাকে মৌলিক অধিকার বলে ঘােষণা করা হয়।