বাস টপােলজির সুবিধা কি?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Palashmandal
বাস টপােলজির সুবিধাগুলি হল—
[i] বাসকে রিপিটার হিসাবে ব্যবহার করা যায় দুটি ক্ষেত্রে। যথা— (১) বাসকে বেশি দূর পর্যন্ত সম্প্রসারণের জন্য ও (২) সিগন্যাল পারফরম্যান্স সঠিকভাবে বজায় রাখতে।
[ii] বাস নেটওয়ার্কে কম দৈর্ঘ্যের কেবল লাগে। তাই খরচ কম হয়।
[iii] ছােটোখাটো নেটওয়ার্কের জন্য এটি খুব কম ব্যয়ে ও সহজে ব্যবহারযােগ্য। সহজ বােধগম্য এবং খুব সহজ টপােলজি এবং
[iv] বেশি সংখ্যক কম্পিউটার নেটওয়ার্কে যােগ করার জন্য একটি বাসের সঙ্গে বি. এন. সি. কানেক্টর দিয়ে আর একটি বাসের সংযােগ করা যায়।