ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবো?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Mustafa
ফেসবুক পেজ ডিলিট করা খুব সহজ। ফেসবুক পেজ ডিলিট করতে হলে অবশ্যই আপনাকে ঐ পেজের এডমিন হতে হবে। আপনি যদি এডমিন না হন, তবে আপনি ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন না।

ফেসবুক পেজ ডিলিট করতে হলে, আপনাকে নীচের পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে।
১. ফেসবুক লগ ইন করুন।
২. আপনার পেজ ক্লিক করে, উপরের ডানদিকের সেটিংস ক্লিক করুন।
৩. এরপর general option ক্লিক করে নীচে চলে আসুন।
৪. সবশেষে Remove Page গিয়ে Delate Button ক্লিক করুন, এরপর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে Delete Button ক্লিক করে confirm করুন।
ধন্যবাদ আপনার Facebook page permanently delete হয়ে গেছে। এখানে বলা দরকার যদি ফেসবুক পেজ নতুন হয়, তবে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। আর যদি পুরাতন হয় তবে ১৪ দিন সময় নিবে। এই ১৪ দিনের মধ্যে আপনি যদি চান, আবার আপনার ফেসবুক পেজ ফিরে পেতে পারেন। কিন্তু ১৪ দিনের পর আপনি আর ফিরে পাবেন না।