প্রাক্ পুনরুদ্ধার যুগে জাপানে ডাইমােদের ভূমিকা কি ছিল?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Mustafa
শোগুনেট যুগে জাপানী সমাজ কয়েকটি সুনির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত ছিল, যথা সম্রাট বংশ, কুজে (Kuge) বংশ, শোগুন শাসকবংশ, ডাইমাে সম্প্রদায়, সামুরাই এবং সর্বনিম্নে সাধারণ শ্রেণী। কুজেরা ছিলেন রাজসভার সম্ভ্রান্ত বংশীয় ও উচ্চপদস্থ সভাসদ্বর্গ। কুজেদের নীচে ছিল ডাইমাে (Daimyo) বা জমিদার শ্রেণী। কুজেরা যেমন ছিলেন রাজদরবারের সম্ভ্রান্ত সভাসদ, ডাইমােরা তেমন ছিলেন আঞ্চলিক অভিজাত সম্প্রদায় বা দেশের বিভিন্ন জমিদারীর (Daimyates) ভারপ্রাপ্ত উচ্চপদস্থ জমিদার। এরা কারাে (Karo) নামক এক শ্রেণীর কর্মচারীর মাধ্যমে জমিদারী শাসন করতেন। ডাইমােদের মধ্যে উচ্চ-নীচ শ্রেণীভেদ ছিল। ডাইমােদের সংখ্যা ছিল প্রায় তিনশ এবং তাদের অধীনে ছিল প্রায় চার লক্ষ সশস্ত্র প্রহরী। এরা সামুরাই (Samurai) নামে পরিচিত। ফুজিয়ারা বংশের প্রশাসনিক দুর্বলতা ও অযােগ্যতার সুযােগ নিয়ে যে সব স্থানীয় উচ্চাকাঙক্ষী নেতা নিষ্কর ভূসম্পত্তি জবরদখল করেন, তারাই ছিলেন টোকুগাওয়া যুগের ডাইমােদের পূর্বপুরুষ। ৬৪৫ খ্রিস্টাব্দের তাইকোয়া (Taikwa) সংস্কারের ফলে ধান চাষের উপযােগী জমি শাসক ও শাসিত শ্রেণীর মধ্যে বণ্টন করা হয়। তখন ১৫ শতাংশ জমি ছিল আবাদের উপযােগী, অবশিষ্ট ৮৫ শতাংশ ছিল অনাবাদী। এই অনাবাদী জমির জবরদখলের পরিণামে পরবর্তীকালে ডাইমােদের উদ্ভব হয়। অনাবাদী জমি ছিল নিষ্কর। ফলে অল্পদিনের মধ্যেই ডাইমোগণ অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়ে ওঠেন। ডাইমােগণ শুধুমাত্র জমিদার ছিলেন না, তারা শোগুনেটদের শাসনকার্যে সাহায্য করতেন। কোন কোন ক্ষেত্রে তারা প্রাদেশিক শাসনকর্তাও নিযুক্ত হতেন। সংজ্ঞা অনুসারে ডাইমাে ছিলেন ভূস্বামী বা জমিদার, যার ভােগদখলীভূত জমিদারীর বার্ষিক আয় ছিল দশ হাজার বা তার চেয়ে বেশি কোকু (Koku) ধান ও অন্যান্য শস্য। এক ‘কোকু’ হল প্রায় পাঁচ ‘বুশেল’। ঐতিহাসিক হল (Hall) -এর বিবরণ থেকে জানা যায় যে ডাইমােদের মধ্যে মাত্র ২২ জন ছিলেন বৃহৎ ডাইমাে (Great Daimyo) —যাদের শস্যোৎপাদনের মােট পরিমাণ ছিল দু-লক্ষ কোকু অপেক্ষাও বেশি। ডাইমােদের মধ্যে অর্ধেকের চেয়েও বেশি সংখ্যকের শস্যোৎপাদনের পরিমাণ ছিল পঞ্চাশ হাজার কোকুর কম। সপ্তদশ শতকের গােড়ার দিকে ডাইমােদের মােট সংখ্যা ছিল ২৯৫, পরবর্তীকালে এই সংখ্যা যথেষ্ট হ্রাস পায়। অষ্টাদশ শতাব্দীতে ফুডাই (Fundai) নামে পরিচিত ডাইমােদের সংখ্যা ছিল ১৪৫ এবং টোজামা (Tozama) নামে পরিচিত ডাইমােদের সংখ্যা ছিল ৯৭। ১৪৫ জন ফুডাই -এর জমিতে গড়ে প্রতি বছর শস্যোৎপাদনের পরিমাণ ছিল ৬.৭ মিলিয়ন কোকু এবং ৯৭ জন টোজামার জমিতে মােট উৎপন্ন শস্যের পরিমাণ ছিল ৯.৮ মিলিয়ন কোকু। ফুডাই ও টোজামার মােট সংখ্যা পরবর্তীকালে কিছু পরিবর্তিত হয়। টোকুগাওয়া শোগুনদের পতনের প্রাক্কালে তাদের সংখ্যা দাঁড়ায় যথাক্রমে ১৭৬ ও ৮৬ অর্থাৎ ২৬২। কিন্তু এই সময় ডাইমােগণ দারুণ অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হন এবং টোজোমা ডাইমােগণ শোগুনদের বিপক্ষে আন্দোলনকারীর ভূমিকা গ্রহণ করে।