চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সুবিধা ও অসুবিধাগুলাে কি?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Sahamina
1971 সাল থেকে ৩১ তম চতুর্থ প্রজন্মের কম্পিউটার তৈরি হচ্ছে, তার সুবিধাগুলি নিম্নরূপ—
[i] আকারে ছােটো ও বহনযােগ্য।
[ii] উন্নতমানের Application প্রােগ্রাম এতে থাকে।
[iii] সস্তা ও বিশ্বস্ত
[iv] এতে উন্নতমানের নেটওয়ার্ক facility থাকে।
[v] শীতাতপনিয়ন্ত্রিত কৌশল এতে আছে।
[vi] এগুলি চালাতে কম বিদ্যুৎশক্তি লাগে।
কিন্তু চতুর্থ প্রজন্মের কম্পিউটারের অসুবিধা হল যে, এর [i] Software জটিল ও [ii] LSIC এবং VLSIC গঠন করা খুব জটিল।