গোপালের সিংহাসন লাভের তাৎপর্য কি?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Mustafa
ধর্মপালের খালিমপুর লিপি, এছাড়া মল্লরপুর, দামােদরপুর ও জয়নগর লিপি থেকে জানা যায় যে, সামন্ত কর্মচারীরা নিজ নিজ স্বার্থপরতা, ভােগ লালসা ত্যাগ করে সামগ্রিক শান্তি রক্ষার উদ্দেশ্য ৭৫০ খ্রিস্টাব্দে গোপালকে রাজা নির্বাচিত করে। এর গুরুত্ব অপরিসীম। কেননা, (ক) গোপালের নির্বাচনের মাধ্যমে বাংলায় প্রায় ১০০ বছরের অন্ধকার যুগে অবসান ঘটে এবং গোপাল সিংহাসনে বসে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়। (খ) গণ সমর্থনের মাধ্যমে গোপালের নির্বাচন বাংলার ইতিহাসে এক নতুন সাংবিধানিক নীতির প্রবর্তন করেছিল। (গ) বাংলার প্রথম নির্বাচিত রাজা গােপাল কেবল যে পাল বংশের পত্তন ঘটিয়েছিল তা নয়, তিনি এক সুস্থ শাসন নীতি প্রবর্তন করে সংস্কৃতি চর্চার এক উন্নত বাতাবরণ তৈরি করেছিলেন।