কম্পিউটার নেটওয়ার্ক এর সুবিধা কী কী?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Palashmandal
কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাগুলি (উপযােগিতা বা গুরুত্বগুলি) হল—
[i] নেটওয়ার্ক প্রিন্টার, মডেম, C-D-ROM, Hard disk, স্ক্যানার ইত্যাদি বিভিন্ন হার্ডওয়্যার রিসাের্সকে ব্যবহার করে Programme, data ইত্যাদি Save করতে সাহায্য করে।
[ii] এর দূরবর্তী প্রােগ্রাম ও সফটওয়্যারগুলিকে Access করার ক্ষমতা আছে ও সেগুলিকে ব্যবহার করার ক্ষমতা আছে।
[iii] দূরবর্তী Data base (তথ্যভাণ্ডার) অধিগত করার ক্ষমতা এর আছে, এবং
[iv] নেটওয়ার্কের সাহায্যে দূরবর্তী কোনাে স্থানে যােগাযােগ করা অন্যান্য মাধ্যমের, সাহায্যে যােগাযােগ আপেক্ষা কম খরচসাপেক্ষ এবং সহজ।