কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি কি কি?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Palashmandal
কম্পিউটারের বৈশিষ্ট্যগুলি হল—
১. নির্ভলতা: কম্পিউটার দ্রুতগতিতে কাজ করলেও এর কাজ হয় নিভূল। উন্নত প্রযুক্তির কারণে কম্পিউটারে সর্বদা নির্দিষ্ট প্রোগ্রাম দিয়ে নির্দিষ্ট কাজ সম্পূর্ণভাবে করা যায়। অর্থাৎ মানুষ ভুল করে কিন্তু কম্পিউটার ভুল করে না।
২. বহুমুখিতা: কম্পিউটারই একমাত্র যন্ত্র যার মাধ্যমে একাধিক কাজ করা সম্ভব। কম্পিউটারের সাহায্যে কর্মচারীদের বিল তৈরি থেকে শুরু করে কোম্পানির লাভ ক্ষতি নির্ধারণ, টাইপ করা, তথ্য খুঁজে বের করা, এমনকি ভাষান্তরের কাজও করা যায়। তবে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে এর বহুমুখিতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৩. দ্রুতগতি: কম্পিউটার অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ করে। কম্পিউটার কাজ করে বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে। তাই এটি অল্প সময়ে অনেক বেশি প্রক্রিয়াকরণ করতে পারে। এই দ্রুতগতি সম্পন্ন গণনার কাজ করতে কম্পিউটারে যে সময়ের এককগুলো ব্যবহৃত হয় তা নিম্নরৃপঃ
১ মিলিসেকেন্ডে= ১০ (-৩) সেকেন্ড
১ মাইক্রোসেকেন্ড= ১০ (-৬) সেকেন্ড
১ ন্যানো সেকেন্ড= ১০ (-৯) সেকেন্ড
১ পিকো সেকেন্ড= ১০ (-১২) সেকেন্ড
৪. স্বয়ংক্রিয়তা: কম্পিউটার স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। কম্পিউটার স্রয়ংক্রিয়ভাবে প্রদত্ত নির্দেশের ভিত্তিতে ধারাবাহিক ভাবে তথ্য প্রক্রিয়াজাত করে উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হয়। তবে কম্পিউটারের এই স্বয়ংক্রিয়তার জন্য এতে নানা ধরণের ইলেকট্রনিক যন্ত্রপাতি যুক্ত করে দেওয়া হয় এবং উপযুক্ত প্রোগ্রাম ব্যবহার করা হয়।
৫. স্মৃতির ধারণ ক্ষমতা: মানুষের স্মৃতি ভান্ডারে সব কিছু স্থায়ী থাকে না বরং কোন বিশেষ বিশেষ স্মৃতি মানুষ মনে রাখতে পারে। কিন্তু কম্পিউটারে ব্যবহারকারী যেভাবে যা কিছু প্রদান করবে সে বিষয় তেমনিভাবে বছরের পর বছর জমা থাকবে। এমনিভাবে কম্পিউটারে স্মৃতিভান্ডারে অনেক উপাত্ত ও নির্দেশ জমা থাকে।
৬. ভুল সনাক্তকরণ ও সংশোধন ক্ষমতা: ব্যবহারকারীদের দেয়া তথ্যের মধ্যে কোন ভুল থাকলে তা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যামে সহজেই সনাক্ত করতে পারে এবং প্রয়োজন মাফিক তা সংশোধন করতে পারেযা মানুষের পক্ষে করা কষ্টকর।
৭. আই কিউ হীন: কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধিমত্তা নেই। বর্তমানে অবধি এর নিজস্ব বুদ্ধিমত্তা শূন্য। নিজ থেকে কম্পিউটার কোন কাজ করতে পারে না। কার্যসংক্রান্ত এর নিজস্ব কোন সিদ্ধান্ত নেই। ব্যবহারকারী যেভাবে ব্যবহার করবে কম্পিউটার সেই ভাবে কার্য সম্পাদন করবে।
৮. যুক্তিসঙ্গত সিদ্ধান্ত: কম্পিউটার কোন রকম মৌলিক চিন্তাশক্তির অধিকারী নয়। এটি গাণিতিক সমস্যা সমাধানের সাথে সাথে যুক্তিমূলক সিদ্ধান্তও গ্রহণ করতে পারে। নিজস্ব বিচারশক্তি না থাকলেও উপযুক্ত প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার যে কোন যুক্তিসংগত সিদ্ধান্তে উপনীত হতে পারে।
৯. সূক্ষ্মতা: কম্পিউটারে দেওয়া ফলাফলের সূক্ষ্মতা অতুলনীয়, যা মানুষের পক্ষে সম্ভব নয়। সূক্ষ্মতার কারণে মানুষের কাজ অত্যন্ত সুচারুভাবে কম্পিউটারের সাহায্যে করা সম্ভব।
১০. ক্লান্তিহীনতা: মানুষ ক্লান্তি ও অবসাদের কারণে কোন কাজ দীর্ঘক্ষণ একটানা করতে পারে না। কিন্তু কম্পিউটার বিরক্তিহীন ও অবসাদহীনভাবে একই কাজ একটানা ঘন্টার পর ঘন্টা করে যেতে পারে।